ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ পরিবারকে প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ মিলেছে

২০২৫ জানুয়ারি ০৮ ২৩:০৩:৩০
শেখ পরিবারকে প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বুধবার সাংবাদিকদের জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে কমিশন।

দুদক জানিয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্মকর্তাদের সহায়তায় পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক জোন থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট নিয়েছেন। এই বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তি।

উল্লেখ্য, শেখ হাসিনা ১০ কাঠার প্লট (প্লট নম্বর ০০৯) পেয়েছেন, যা রাজউক ২০২২ সালের ৩ আগস্ট বরাদ্দ করে। সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও ১০ কাঠার প্লট পেয়েছেন। জয় পেয়েছেন প্লট নম্বর ০১৫ এবং পুতুলের প্লট নম্বর ০১৭।

এছাড়া, শেখ রেহানাও ১০ কাঠার প্লট বরাদ্দ পেয়েছেন (প্লট নম্বর ০১৩)। তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (প্লট নম্বর ০১১) এবং মেয়ে আজমিনা সিদ্দিক (প্লট নম্বর ০১৯) একই পরিমাণের প্লট পেয়েছেন।

গত বছর অক্টোবরে শেখ হাসিনার পরিবারের সবার প্লট বরাদ্দের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে হাই কোর্ট। তারা এ বিষয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে এবং আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে রাজউক কর্তৃক অনুষ্ঠিত সকল প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগও তদন্ত করতে নির্দেশ দিয়েছে।

মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, তাদের অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং পর্যাপ্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, "শিগগিরই ভালো কিছু তথ্য প্রকাশ করতে পারবো।"

এর আগেও, শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তারা এ বিষয়ে চলমান অনুসন্ধানের পর চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে।

এদিকে, ছাত্র আন্দোলনের চাপে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ত্যাগ করেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে