ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

বেসরকারি খাত ছাড়িয়ে ব্যাংক মুনাফার প্রধান উৎস সরকারি খাত

২০২৫ জানুয়ারি ০৫ ০৭:০৬:২৩
বেসরকারি খাত ছাড়িয়ে ব্যাংক মুনাফার প্রধান উৎস সরকারি খাত

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকগুলোর আয়ের প্রধান উৎস অতীতে ছিল বেসরকারি খাত। কিন্তু বর্তমানে ব্যাংকগুলোর প্রধান লাভের উৎস হয়ে উঠেছে সরকারের কোষাগার। বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংকগুলো সরকারকে অধিক ঋণ দিতে আগ্রহী হয়ে পড়েছে। যার ফলে ব্যাংকের মুনাফা বেড়েছে।

ব্যাংকগুলোর মুনাফার একটি বড় অংশ এসেছে সরকারি ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ থেকে। গত এক বছর ধরেই সরকারী ট্রেজারি বিল-বন্ডের সুদহার ১১-১৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে, যা অতীতে খুব কম দেখা গেছে। উচ্চ সুদহার ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতের বড় অংশ সরকারকে ঋণ দেয়ার কাজে ব্যবহৃত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, উচ্চ সুদে ঋণ নেয়ার ফলে সরকারের ব্যয় বেড়ে যাচ্ছে এবং এতে জনগণের ওপর করের চাপ বাড়ছে, যা সাধারণ মানুষের জন্য আরো বেশি দুর্ভোগ নিয়ে আসছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকার পরিচালন খাতে ৮২ হাজার ৫৬৮ কোটি টাকা ব্যয় করেছে, যার মধ্যে ৪২ হাজার ৩৮৮ কোটি টাকা শুধুমাত্র সুদ পরিশোধে ব্যয় হয়েছে।

সংকোচনমুখী মুদ্রানীতির কারণে ব্যাংক ঋণের সুদহার ৯ থেকে বেড়ে প্রায় ১৬ শতাংশে পৌঁছেছে। যদিও সংকোচনমুখী মুদ্রানীতির প্রভাব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়নি। এ অবস্থায় সরকারের ঋণ প্রবৃদ্ধি চাহিদা বেড়েছে, কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম রয়েছে।

উচ্চ সুদ ও সরকারের ওপর ঋণের চাপ বৃদ্ধি ব্যাংকগুলোর স্প্রেড (ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান) বাড়িয়েছে। ব্যাংকগুলো ঋণের উচ্চ সুদহার ও আমানতের সুদহার স্থিতিশীল রাখার ফলে লাভজনক হয়েছে। উদাহরণ হিসেবে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এবং বেসরকারি ব্র্যাক ব্যাংক উল্লেখযোগ্য লাভ করেছে ট্রেজারি বিনিয়োগ থেকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ট্রেজারি বিলের সুদহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিস্থিতি দেশের অর্থনৈতিক সুষমাকে প্রভাবিত করছে। বিষয়টি খাত সংশ্লিষ্টদের শঙ্কা বাড়িয়েছে, কারণ ব্যাংকগুলো এখন বেসরকারি খাতের দিকে না গিয়ে সরকারের দিকে বেশি আকৃষ্ট হয়েছে।

এই অবস্থায়, দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা রক্ষা করতে হলে ব্যাংকগুলোর ঋণ প্রদান পদ্ধতির কাঠামো বদলানো এবং উৎপাদনমুখী খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি করা জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে