ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভারতের প্রতিক্রিয়া না আসায় শেখ হাসিনার ভবিষ্যৎ অনিশ্চিত

২০২৫ জানুয়ারি ০৪ ২০:২০:২৫
ভারতের প্রতিক্রিয়া না আসায় শেখ হাসিনার ভবিষ্যৎ অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তোহিদ হোসেন জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত ৪ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

তিনি আরো জানান, সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। তবে, ভারতীয় সরকারের কাছ থেকে কোনো উত্তর এখনও পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের প্রতিক্রিয়ার জন্য তারা অপেক্ষা করছে, আর এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার জানিয়ে দেন, তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি কূটনৈতিক চিঠি পেয়েছেন, তবে এ বিষয়ে কোনো নতুন তথ্য বা মন্তব্য এখনই দিতে পারছেন না।

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।

কেএইচ

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে