ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাইডেনের স্ত্রীর জন্য মোদির রাজকীয় উপহার কিসের ইঙ্গিত

২০২৫ জানুয়ারি ০৪ ১১:৩৭:৩৬
বাইডেনের স্ত্রীর জন্য মোদির রাজকীয় উপহার কিসের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার বিভিন্ন রাষ্ট্রনেতাদের কাছ থেকে বিভিন্ন দামি উপহার পেয়েছেন। তবে ২০২৩ সালে সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনের স্ত্রী জিলকে উপহার হিসেবে দেয়া সেই উপহার ছিল একটি হীরা, যার মূল্য ছিল ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২৪ লাখ টাকার বেশি)।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে জানানো হয়েছে, ২০২৩ সালের জুন মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী জিলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি তাকে ৭.৫ ক্যারেটের একটি সবুজ হীরা উপহার দিয়েছিলেন। এটি একটি বিশেষ পরিবেশ-বান্ধব পদ্ধতিতে তৈরি কৃত্রিম হীরা, যা প্রাকৃতিক হীরার সমস্ত গুণাবলী ধারণ করে।

বাইডেনের স্ত্রীর অন্যান্য দামি উপহারগুলোর মধ্যে ছিল ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভার থেকে প্রাপ্ত ১৪ হাজার ৬৩ ডলারের একটি ব্রোচ। এছাড়া মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও তার স্ত্রী এন্তিসার আমের ২০২৩ সালে জিল বাইডেনকে ৪ হাজার ৫১০ ডলার মূল্যের একটি ব্রেসলেট, ব্রোচ এবং ছবির অ্যালবাম উপহার দেন।

কেএইচ

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে