ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইউরোপে সৃষ্টি হতে যাচ্ছে নতুন সংকট

২০২৫ জানুয়ারি ০৩ ০১:৫৮:৪২
ইউরোপে সৃষ্টি হতে যাচ্ছে নতুন সংকট

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের গ্যাস ট্রানজিট চুক্তি শেষ হওয়ার পর, ইউরোপ জ্বালানি সরবরাহ নিয়ে এক নতুন সংকটে পড়েছে। ইউক্রেন স্পষ্টভাবে চুক্তি নবায়নে অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়েছে।

ইউক্রেনের পদক্ষেপইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, “আমরা রাশিয়ার গ্যাস ট্রানজিট বন্ধ করেছি। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাশিয়া তাদের গুরুত্বপূর্ণ বাজার হারাচ্ছে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

রাশিয়ার প্রতিক্রিয়ারাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম এক বিবৃতিতে জানায়, “ইউক্রেনের সিদ্ধান্তের কারণে আমরা তাদের ভূখণ্ড দিয়ে আর গ্যাস সরবরাহ করতে পারছি না। ইউক্রেনের এই পদক্ষেপের ফলে স্লোভাকিয়া, মোল্দোভা ও হাঙ্গেরির মতো দেশগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।”

ইউরোপীয় ইউনিয়নের প্রস্তুতিইউরোপীয় ইউনিয়ন আগেই এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করেছিল। ব্রাসেলস জানিয়েছে, তারা রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে গত এক বছর ধরে কাজ করে যাচ্ছে। এক কর্মকর্তা বলেন, “আমাদের কাছে বিকল্প জ্বালানি উৎসের সরবরাহের ব্যবস্থা আছে এবং আমরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।”

সমালোচনা ও প্রভাবস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ইউক্রেনের এই পদক্ষেপকে সমালোচনা করে বলেন, “গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কারণে ইউরোপের বেশিরভাগ দেশ জ্বালানি সংকটে পড়বে, কিন্তু রাশিয়ার উপর এর তেমন কোনো প্রভাব পড়বে না।”

মোল্দোভায় জরুরি অবস্থাগ্যাস সরবরাহ বন্ধের প্রভাব মোল্দোভায় সবচেয়ে তীব্র। সরকার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং বলেছে, “ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ায় আমরা বড় ধরনের সমস্যার মুখে আছি।”

বিকল্পের সন্ধানে ইউরোপইউরোপ ইতিমধ্যে বিকল্প জ্বালানি উৎসের দিকে ঝুঁকেছে। ব্ল্যাক সাগরের নিচ দিয়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে সরবরাহ চালু রয়েছে। তবে, রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি নিরাপত্তা আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

উপসংহাররাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন সংকট ইউরোপের জ্বালানি খাতকে ব্যাপক চাপে ফেলেছে। ইউক্রেন এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখালেও, ইউরোপকে এখন দ্রুততার সাথে নতুন পথ খুঁজতে হবে।

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে