ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

গ্রামীণফোন নিয়ে এসেছে ‘প্রবাসী প্যাক’

২০২৪ ডিসেম্বর ১০ ১০:০৯:১১
গ্রামীণফোন নিয়ে এসেছে ‘প্রবাসী প্যাক’

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী বাংলাদেশীদের জন্য নতুন ‘প্রবাসী প্যাক’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা গ্রামীণফোন। প্রবাসীদের এই বিশেষ প্যাকটি গ্রাহক-কেন্দ্রিক একটি উদ্যোগ, যা তাদের আগের সেবার আওতার বাইরে ছিল।

এই উদ্ভাবনী প্যাকের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত এবং এটি প্রবাসীদের সংযোগের প্রয়োজনীয়তা পূরণ করতে পরিকল্পিত। দেশের বাইরে বসবাসকারী ও কর্মরত বাংলাদেশীদের সুবিধার্থে প্যাকটিতে রয়েছে বিভিন্ন বিশেষ ফিচার।

প্রবাসীদের জন্য একত্রিত ও অনন্য সুযোগ সুবিধা প্রদান করে, এই প্যাকটি তাদের রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার গুরুত্বকে তুলে ধরেছে। এর মাধ্যমে বিদেশে থাকার সময় মোবাইল নম্বর সচল রাখা যাবে এবং বাড়তি কোনো চার্জ ছাড়াই অবিরাম ইনকামিং এসএমএস গ্রহণের সুবিধা মিলবে। এছাড়া গ্রাহকরা পাবেন অনলাইন ব্যাংকিং, আর্থিক সেবা, এবং গুগল ও ফেসবুকের মতো অ্যাপের জন্য প্রয়োজনীয় ওটিপি।

প্রবাসীদের সুবিধার কথা মাথায় রেখে প্যাকটিতে ৩জিবি বা ৫জিবি ইন্টারনেট বোনাস অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তারা দেশে থাকার অবস্থায় ব্যবহার করতে পারবেন। এতে করে প্রবাসীরা পরিবারের সদস্যদের সাথে যুক্ত থেকে সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

অফারটি পেতে, গ্রাহকদের তিন বছর মেয়াদের জন্য ৯৯৪ টাকা এবং পাঁচ বছর মেয়াদের জন্য ১ হাজার ৪৯৪ টাকা রিচার্জ করতে হবে।

বিদেশে থাকার সময় সিম সচল রাখা নিয়ে অনেক প্রবাসীর যে সমস্যাগুলো হয়, এই প্যাকটি তাদের জন্য সমাধান হিসেবে কাজ করবে। ফলে, পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা সিম সহজেই সচল রাখা যাবে। গ্রামীণফোনের এই সেবার মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশে ফিরে আসার পরও ইন্টারনেট বোনাস ব্যবহারের সুযোগ পাবেন।

গ্রামীণফোন এ বছর ‘স্বপ্ন যাবে বাড়ি’ নামে একটি বিশেষ ঈদ ক্যাম্পেইনের মাধ্যমে প্রবাসীদের আবেগঘন কাহিনী তুলে ধরেছিল, যা প্রবাসী প্যাকের উন্মোচনের পেছনে অনুপ্রেরণা জুগিয়েছে।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেছেন, “প্রবাসী গ্রাহকদের জন্য এই অনন্য সেবা আনতে পেরে আমরা গর্বিত। এটি আমাদের গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা তাদের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করবে।”

এখন বাংলাদেশে অবস্থানরত গ্রাহকরা যাদের হাতে সিম কার্ড রয়েছে, তারা সহজেই বিভিন্ন চ্যানেল যেমন: রিটেল আউটলেট, বিকাশ, গ্রামীণফোনের ওয়েবসাইট অথবা মাই জিপি অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট টাকা রিচার্জ করে এই অফার গ্রহণ করতে পারবেন। এছাড়া, মাই জিপি অ্যাপ থেকে ’বান্ডলস’ সেকশনে গিয়ে প্রয়োজনীয় রিচার্জ করা যাবে।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে