ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বাজারের উত্থান ধরে রাখার চেষ্টা ৬ কোম্পানির

২০২৪ অক্টোবর ১৪ ১৮:২৫:৩১
বাজারের উত্থান ধরে রাখার চেষ্টা ৬ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবস বড় উত্থান হলেও সোমবার (১৪ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যত কোম্পানির শেয়ার দর কমেছে তার অর্ধেক কোম্পানির দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৬টি কোম্পানি বাজারকে উত্থান ধারায় ধরে রাখার চেষ্টা করেছে।

কোম্পানিগুলো হলো : স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিঙ্গার বিডি, বিএসআরএম লিমিটেড এবং খান ব্রাদার্স।

স্কয়ার ফার্মা

আগের দিন স্কয়ার ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২২৫ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২২৭ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ০.৮৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটির মাধ্যমে সূচক বেড়েছে ৪.৪৮ পয়েন্ট। এর মাধ্যমে কোম্পানি বাজারকে উত্থানে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৭৩ টাকা ৭০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ৪ টাকা ১০ পয়সা। এর মাধ্যমে কোম্পানিটির সূচক বেড়েছে ২.১৯ পয়েন্ট। বাজারকে উত্থানে ধরে রাখতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ১২২ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১২৪ টাকা ২০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ১.৩১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক বেড়েছে ১.২৩ পয়েন্ট। বাজারকে উত্থানে ধরে রাখতে তৃতীয় সর্বোচ্চ চেষ্টা করেছে কোম্পানিটি।

বাজারকে উত্থানে ধরে রাখতে অন্য যেসব কোম্পানির ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে সিঙ্গার বিডির ০.৭১ পয়েন্ট, বিএসআরএম লিমিটেডের ০.৫৯ পয়েন্ট এবং খান ব্রাদার্সের সূচক ০.৫৬ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, কোম্পানিগুলোর মধ্যেমে সূচক অল্প বাড়লেও এসব কোম্পানি বাজারকে উত্থানে ধরে রাখার চেষ্টা করেছে। এসব কোম্পানির শেয়ার দর যদি কমে যেত তবে বাজারে আরো বড় পতন হতে পারতো। কোম্পানিগুলোর বাজারকে আরো বড় পতনের হাত থেকে রক্ষা করেছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে