ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজার পতনের মূল কারিগর ৭ কোম্পানি

২০২৪ অক্টোবর ১৪ ১৭:০৩:৩৯
বাজার পতনের মূল কারিগর ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের কর্মদিবস বড় উত্থান হলেও সোমবার (১৪ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে বড় পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সাত কোম্পানি। অর্থাৎ পতনের মূল কারিগর সাত কোম্পানিকেই বলা যায়।

কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, সিটি ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক।

জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৫১ পয়েন্ট কমেছে। এর মধ্যে উল্লেখিত সাত কোম্পানির মাধ্যমে কমেছে ৩৫.০৪ পয়েন্ট বা মোট সূচকের ৭২ শতাংশ।

ইসলামী ব্যাংক

আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ টাতা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৩ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে শেয়ারবাজারে ব্যাংকটির মাধ্যমে সূচক কমেছে ২১.৮৬ পয়েন্ট বা মোট সূচকের ৪৫ শতাংশ। এর মাধ্যমে বাজারকে পতনে নামাতে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

বেক্সিমকো ফার্মা

বেক্সিমকো ফার্মার শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল ৭৩ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৭০ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৩.২৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটির মাধ্যমে শেয়ারবাজারে সূচক ৩.০৮ পয়েন্ট কমেছে। অর্থাৎ বাজারকে পতনে ঠেলে দিতে কোম্পানিটি দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

লাফার্জহোলসিম

আগের দিন লাফার্জহোলসিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ২.৫৪ শতাংশ কমেছে। এর ফলে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক ২.৫৭ পয়েন্ট কমেছে। যা বাজারকে পতনে নামাতে তৃতীয় সর্বোচ্চ ভূমিকা।

বাজারকে পতনে নামাতে অন্য যেসব কোম্পানির ভূমিকার রয়েছে সেগুলোর মধ্যে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২.৪১ পয়েন্ট, সিটি ব্যাংকের ১.৯৩ পয়েন্ট, রূপালী ব্যাংকের ১.৬১ পয়েন্ট এবং আইএফআইসি ব্যাংকের মাধ্যমে সূচক ১.৫৮ পয়েন্ট কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ বাজারে যে পরিমাণ সূচক কমেছে তার প্রায় অর্ধেকই কমেছে একটি কোম্পানির মাধ্যমে। আর সাত কোম্পানির মাধ্যমে কমেছে মোট সূচকের ৭২ শতাংশ। এই কোম্পানিগুলোর শেয়ার দর না কমলে বাজার হয়তো কিছুটা আলো দেখতে পেত। তবে বাজারের এই অবস্থা থাকবে না। অচিরেই বাজার আলোর পথে চলে আসবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে