ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজার পতনে মূখ্য ভূমিকায় ৪ কোম্পানি

২০২৪ অক্টোবর ০৮ ১৭:০৫:৪৫
বাজার পতনে মূখ্য ভূমিকায় ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো মঙ্গলবারও (০৮ অক্টোবর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে প্রায় দুই শত কোম্পানির শেয়ার দর কমেছে। তবে বাজারকে পতনে টেনে রাখতে সবচেয়ে বেশি ভূমিকা ৪ কোম্পানির।

কোম্পানিগুলো হলো: ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা এবং বৃটিশ আমেরিকান ট্যোবাকো।

ইসলামী ব্যাংক

আগের দিন ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮ টাকা। আজ ব্যাংকটির লেনদেন শেষে ক্লোজিং দর হয় ৫৬ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ২.৭৬ শতাংশ কমেছে। শেয়ার দরে এই পতনের মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ১০.৬২ পয়েন্ট। বাজারকে পতনে টেনে রাখতে ব্যাংকটি সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

ব্র্যাক ব্যাংক

আগের দিন ব্র্যাক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২ টাকা। আজ ব্যাংকটির লেনদেন শেষে ক্লোজিং দর হয় ৪৯ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৪.৪২ শতাংশ কমেছে। শেয়ার দরে এই পতনের মাধ্যমে শেয়ারবাজারে কোম্পানিটির সূচক কমেছে ৯.০৫ পয়েন্ট। বাজারকে পতনে টেনে রাখতে ব্যাংকটি দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে।

স্কয়ার ফার্মা

স্কয়ার ফার্মার শেয়ারের ক্লোজিং দর আগের দিন ছিল আগের দিন ছিল ২২৬ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২২৩ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ১.৫৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটির সূচক কমেছে ৮.২৭ পয়েন্ট। স্কয়ার ফার্মার এই সূচক পতনে বাজারে তৃতীয় সর্বোচ্চ ভূমিকা রাখে।

এছাড়া সূচক ৪.৮৯ পয়েন্ট কমার মাধ্যমে বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাজারকে পতনে টেনে রাখতে চেষ্টা করে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক পতনের কারণে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। যার কারণে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে সাহস পাচ্ছে না। শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর জোরালো ভূমিকা রাখতে হবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে