ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

উল্টোপথে ভলিউম লিডারের তিন কোম্পানির শেয়ার

২০২৪ আগস্ট ০১ ১৬:২১:৫৬
উল্টোপথে ভলিউম লিডারের তিন কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে আজ বড় উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ৬৫ পয়েন্টের বেশি। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের উত্থান স্থির হয়েছে সাড়ে ৫৩ পয়েন্টে।

সূচকের এমন উত্থানের দিনে আজ শেয়ারবাজারের লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৫৯ লাখ টাকা। সেই হিসাবে আজ লেনদেন বেড়েছে ৮২ কোটি ১৭ লাখ বা ১৭ শতাংশ।

আজ লেনদেনের শীর্ষে ভলিউম লিডারে থাকা কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ারদরও বেড়েছে। তবে ভলিউম লিডারে থাকা তিন কোম্পানির লেনদেন বাড়লেও দামে ছিল উল্টোপথে। আজ বড় চাঙ্গাবাজারেও কোম্পানি তিনটি শেয়ার দর ধরে রাখতে পারেনি। যেগুলো হলো- উইনিলিভার কনজিউমার কেয়ার, ওরিয়ন ইনফিউশন ও এনআরবি ব্যাংক।

কোম্পানি ৩টির মধ্যে আজ ইউনিলিভার কনজিউমার কেয়ারের প্রান্তিক প্রতিবেদনের খবর এসেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মুনাফা ভালো ইতিবাচক হয়েছে এবং অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন) কোম্পানিটির মুনাফা উল্লেখযোগ্য ইতিবাচক ছিল। তারপরও আজ বড় ভলিউম নিয়ে নেতিবাচক অবস্থানে আটকে ছিল কোম্পানিটির শেয়ার।

অন্যদিকে, ওরিয়ন ইনফিউশন ও এনআরবি ব্যাংকের শেয়ার আগের দিন কিছুটা বেড়েছিল। আজ কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফা তুলেছে। যে কারণে কোম্পানি দুটির শেয়ার উত্থানের বাজারেও পিছুটানে ছিল।

তবে এনআরবি ব্যাংক অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন) ভালো মুনাফা দেখিয়েছে। কোম্পানিটি দুই প্রান্তিকেই লোকসান থেকে মুনাফার খবর দিয়েছে।তারপর কোম্পানিটির শেয়ার দর সেভাবে বাড়েনি।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে