ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বড় উত্থানেও ক্রেতাহীন ডজনের বেশি শেয়ার

২০২৪ আগস্ট ০১ ১৬:০৭:৩৬
বড় উত্থানেও ক্রেতাহীন ডজনের বেশি শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে আজ বড় উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমে বেড়েছেল ৬৫ পয়েন্টের বেশি। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের উত্থান স্থির হয় সাড়ে ৫৩ পয়েন্টে।

কিন্তু সূচকের এমন উত্থানের দিনেও ক্রেতাহীন ছিল ডজনের বেশি শেয়ার। যেগুলোর মধ্যে ছিল প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, দুলামিয়া কটন, এবি ব্যাংক, এলআরগ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, ডিবিএইচ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, উত্তরা ফাইন্যান্স, ফার্মা এইড, এনআরবি ব্যাংক, সোনালী লাইফ, মোজাফ্ফর হোসেন, জাহিন টেক্স, ফাস্ট সিকিউরিটি ব্যাংক ও প্রাইম ফাইন্যান্স।

প্রতিষ্ঠানগুলোর দর কমেছে ৩ শতাংশ থেকে ২ শতাংশ পর্যন্ত। কোম্পানিগুলোর মধ্যে দিনশেষে ক্রেতাহীন অবস্থার ১০ পয়সা ওপরে ক্লোজিং হয়েছে উত্তরা ফাইন্যান্স, ফার্মা এইড, এনআরবি ব্যাংক, সোনালী লাইফ, মোজাফ্ফর হোসেন।

বাকি প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট শেষ বেলা পর্যন্ত ক্রেতাহীন ছিল।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে