ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

ডলারের দাম বাড়লেও কুয়েত প্রবাসীদের মন বেজায় খারাপ

২০২৪ মে ১৫ ২১:৪৬:৪৭
ডলারের দাম বাড়লেও কুয়েত প্রবাসীদের মন বেজায় খারাপ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করেছে। কিন্তু ডলারের দাম বাড়লেও বাড়েনি কুয়েতি দিনারের দাম। যার ফলে কুয়েতি প্রবাসীদের মন বেজায় খারাপ

গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, টাকার বিপরীতে ডলারের দাম বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টাকার বিপরীতে ডলারের দাম বাড়লেও বাড়েনি কুয়েতি দিনারের দাম। চলতি বছরের মার্চ মাসের শুরুতেও যেখানে টাকার বিপরীতে বাংলাদেশ সরকার নির্ধারিত ডলারের দাম ছিলো ১০৯-১১০ টাকা, সেসময় কুয়েত প্রবাসীরা এক দিনারের বিপরীতে রেমিট্যান্স পাঠাতে পারতো ৪০০ টাকার মতো।

বর্তমানে ডলারের দাম ১১৭ টাকা হলেও দিনারের বিপরীতে পাচ্ছেন ৩৮০ টাকার মতো। এতে কুয়েত প্রবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে ২১৬ কোটির কিছুটা বেশি আর মার্চে দুইশ কোটির নিচে। আর এপ্রিল মাসে রমজান ও ঈদ হলেও দেশে ২০৪ কোটি মার্কিন ডলারের কিছুটা বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি বছর রমজান মাসে রেকর্ড সংখ্যক রেমিট্যান্স পাঠিয়ে থাকে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা। তবে এবছর আশানুরূপ হয়নি মত কুয়েতে এক্সচেঞ্জ হাউজে কর্মকর্তাদের।

সংশ্লিষ্টরা বলছেন, দিনারের ন্যায্যমূল্য না পেলে অবৈধ চ্যানেলে বা হুন্ডির দিকে ঝুঁকবেন বহু প্রবাসী।

শেয়ারনিউজ, ১৫ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে