ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

মধ্যরাতে ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন শাবনূর

২০২৩ ডিসেম্বর ১৮ ১৪:১০:০৯
মধ্যরাতে ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন শাবনূর

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। একসময় সিনেপর্দা দাপিয়ে বেড়িয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন এই নায়িকা। সম্প্রতি দেশে ফিরেই দিয়েছেন প্রত্যাবর্তনের বার্তা। নতুন সিনেমায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বাঁধছেন শাবনূর। ‘মাতাল হাওয়া’ নামে এ ছবির পরিচালনায় থাকছেন চয়নিকা চৌধুরী।

রোববার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ভক্তদের সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন তিনি। শাবনূর লিখেছেন, ‘গতকাল (রোববার) ছিল আমার জন্মদিন। দিনভর ফোন কল, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে আমার প্রতি বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং ভক্তদের ভালোবাসার উচ্ছ্বাস দেখে আমি সত্যিই খুব আনন্দিত, সিক্ত ও অভিভূত হয়েছি। বিশেষ এ দিনে আমার পাশে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন।’

বেশ ঘটা করেই উদযাপিত হয় শাবনূরের এবারের জন্মদিন। পার্টিতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক অমিত হাসান, সংগীতশিল্পী রবি চৌধুরী ও কণ্ঠশিল্পী কোনালসহ অনেকেই।

প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন শাবনূর। ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সর্বশেষ ‘পাগল মানুষ’ নামে একটি সিনেমায় দেখা যায় তাঁকে।

এদিকে, মাহফুজ আহমেদকে সর্বশেষ দেখা যায় চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ চলচ্চিত্রে। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফেরেন তিনি।

শেয়ারনিউজ, ১৮ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে