ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

দেব প্রসঙ্গে রাজের মন্তব্য ভাইরাল

২০২৬ জানুয়ারি ২০ ১৭:১৬:৫৪
দেব প্রসঙ্গে রাজের মন্তব্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : টালিউডের একসময়ের বহুল আলোচিত ‘দেশু’—দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমকাহিনি কারও অজানা নয়। পর্দার রসায়ন যে বাস্তবেও গভীর সম্পর্কে রূপ নিয়েছিল, তা ছিল টালিউডের এক সময়ের ওপেন সিক্রেট। যদিও সময়ের সঙ্গে সেই সম্পর্কের সমীকরণ বদলেছে। বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী এবং দুই সন্তানের মা।

দীর্ঘ এক দশক পর দেব ও শুভশ্রী আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। এমন সময়ে তাদের অতীত সম্পর্ক নিয়ে এক পরিণত ও স্পষ্ট মন্তব্য করলেন রাজ চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর অতীত সম্পর্ক প্রসঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটির যাত্রা শুরু হয়েছিল রাজেরই পরিচালনায়, ফলে সেই সময়ের প্রত্যক্ষ সাক্ষীও তিনি।

অতীত স্মরণ করে রাজ বলেন, ‘আমারও মনে হয়েছিল, ওদের বিয়ে হলে হয়তো ভালোই হতো।’ তবে বাস্তবতা মেনে নিয়ে তিনি যোগ করেন, ‘কিন্তু শুভশ্রী তো আসলে আমার কপালেই ছিল। আমিও ওর কপালে ছিলাম—এটাই সত্য। আমরা খুব সুখী। আর দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও নিশ্চয়ই সুখী থাকবে। দেব খুব ভালো ছেলে।’

রাজের এই স্পোর্টিং ও সংযত মন্তব্যে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। স্ত্রীর প্রাক্তন সম্পর্ককে এতটা স্বাভাবিকতা ও সম্মানের সঙ্গে গ্রহণ করাকে অনেকেই প্রকৃত ভালোবাসা ও পরিণত মানসিকতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এদিকে দীর্ঘ বিরতির পর দেবের ৫১তম চলচ্চিত্রে নায়িকা হিসেবে ফিরছেন শুভশ্রী। বাংলা সিনেমার স্বার্থে প্রাক্তন প্রেমিকের বিপরীতে কাজ করতে কোনো দ্বিধা করেননি তিনি। রোববার দেব ও শুভশ্রী একসঙ্গে ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানান।

লাইভে দেব বলেন, ‘দয়া করে এমন মন্তব্য করবেন না, যাতে আমাদের সঙ্গীদের অপমান করা হয়। “দেশু”-র উন্মাদনার মাধ্যমে আমরা বাংলা ছবির অবস্থান আরও শক্ত করতে চাই।’ শুভশ্রীও বলেন, ‘আমরা চাই, আমাদের যতটা সম্মান দেওয়া হচ্ছে, তার থেকেও বেশি সম্মান আমাদের সঙ্গীদের—রাজ ও রুক্মিনীকে—দেওয়া হোক।’

সব মিলিয়ে, অতীতকে সম্মান জানিয়ে পেশাদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য উদাহরণ স্থাপন করলেন দেব, শুভশ্রী ও রাজ চক্রবর্তী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে