ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য নতুন চাঞ্চল্যকর শর্ত দিলো যুক্তরাষ্ট্র

২০২৬ জানুয়ারি ২০ ১২:২৮:০৫
বাংলাদেশিদের জন্য নতুন চাঞ্চল্যকর শর্ত দিলো যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ড বা জামানত দেওয়া নতুন শর্ত কার্যকর হচ্ছে। ঢাকার মার্কিন দূতাবাস সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ জানুয়ারি থেকে যে বাংলাদেশিরা B1/B2 ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা) পর্যন্ত বন্ড জমা দিতে হবে।

তবে উল্লেখ করা হয়েছে, ২১ জানুয়ারির আগে ইস্যু হওয়া বৈধ B1/B2 ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

দূতাবাস আরও সতর্ক করেছে, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড দেওয়া ভিসার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে। সাক্ষাৎকারের পরে বন্ড যথাযথভাবে পরিশোধ করলে তা ফেরতযোগ্য হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ মোট ৩৮ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনকালে সর্বোচ্চ ১৫ হাজার ডলার বন্ড দিতে হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে