ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিমা খাতে সেরার স্বীকৃতি পেল ১৩ কোম্পানি

২০২৬ জানুয়ারি ২০ ১৭:৫০:০২
বিমা খাতে সেরার স্বীকৃতি পেল ১৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইডিআরএ ইনস্যুরেন্স এক্সেলেন্ট অ্যাওয়ার্ড–২০২৫-এর জন্য মোট ১৩টি বিমা কোম্পানি নির্বাচিত হয়েছে। এর মধ্যে নন-লাইফ বিমা খাতে প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড এবং লাইফ বিমা খাতে মেটলাইফ শীর্ষস্থান অর্জন করেছে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার অনুষ্ঠিত কর্তৃপক্ষের ১৯২তম বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা জোরদার করা, ইতিবাচক ভাবমূর্তি তৈরি এবং দক্ষ প্রতিষ্ঠানগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে।

আইডিআরএ জানায়, সুশাসন, আর্থিক শৃঙ্খলা, দাবি নিষ্পত্তির দক্ষতা, ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন কার্যক্রমের সূচক পর্যালোচনা করে ২০২৫ সালের জন্য লাইফ ও নন-লাইফ—দুই ক্যাটাগরির সেরা বিমা কোম্পানিগুলো নির্বাচন করা হয়েছে।

নন-লাইফ বিমা খাতে মূল্যায়নে প্রথম হয়েছে প্রগতি ইনস্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা করপোরেশন, তৃতীয় স্থানে রিলায়েন্স ইনস্যুরেন্স, চতুর্থ স্থানে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স। পঞ্চম স্থানে যৌথভাবে অবস্থান করেছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স, সেনা ইনস্যুরেন্স ও ইউনাইটেড ইনস্যুরেন্স লিমিটেড।

লাইফ বিমা খাতে শীর্ষ পারফরম্যান্সকারী হিসেবে নির্বাচিত হয়েছে মেটলাইফ। দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রগতি লাইফ ইনস্যুরেন্স, তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। চতুর্থ স্থানে অবস্থান করছে জীবন বিমা করপোরেশন। পঞ্চম স্থানে যৌথভাবে নির্বাচিত হয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

আইডিআরএ আরও জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের সময়সূচি ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে