ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনী হলফনামায় আয়-ঋণের ব্যবধানে বিস্ময়কর তথ্য

২০২৬ জানুয়ারি ২০ ১৬:৩৮:১২
নির্বাচনী হলফনামায় আয়-ঋণের ব্যবধানে বিস্ময়কর তথ্য

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যেসব সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি ঋণগ্রহীতা প্রার্থী রয়েছে বিএনপিতে। দলটির ৯১ জন মনোনয়নপ্রত্যাশী ঋণের তথ্য প্রকাশ করেছেন। ঋণগ্রহীতা প্রার্থীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, যেখানে এমন প্রার্থীর সংখ্যা ৩৬ জন। জাতীয় পার্টিতে ২৬ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে ২৩ জন প্রার্থী নিজেদের ঋণগ্রহীতা হিসেবে হলফনামায় উল্লেখ করেছেন।

তবে শুধু মোট সংখ্যা নয়, আয় ও ঋণের তুলনামূলক বিশ্লেষণে ভিন্ন চিত্র উঠে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া আয়কর রিটার্ন অনুযায়ী, বিএনপিতে আয়ের তুলনায় ঋণ বেশি এমন প্রার্থীর সংখ্যা সর্বাধিক হলেও অনুপাতের হিসাবে জাতীয় পার্টি বিএনপিকেও ছাড়িয়ে গেছে। একইভাবে জামায়াতের তুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়ের চেয়ে ঋণ বেশি এমন প্রার্থীর অনুপাত বেশি।

সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, যেসব দলে অন্তত ২০ জন ঋণগ্রহীতা প্রার্থী রয়েছে, সেসব দলের তথ্য পর্যালোচনার ভিত্তিতেই এই চিত্র পাওয়া গেছে।

বিএনপির ৯১ জন ঋণগ্রহীতা প্রার্থীর মধ্যে ৬৯ জনের ঋণের পরিমাণ তাদের বার্ষিক আয়ের চেয়ে বেশি, যা মোট ঋণগ্রহীতা প্রার্থীর ৭৫ দশমিক ৮২ শতাংশ। জামায়াতের ক্ষেত্রে ৩৬ জন ঋণগ্রহীতা প্রার্থীর মধ্যে ২৩ জনের ঋণ আয়ের তুলনায় বেশি, যা ৬৩ দশমিক ৮ শতাংশ। জাতীয় পার্টির ২৬ জন ঋণগ্রহীতা প্রার্থীর মধ্যে ২০ জন বা ৭৬ দশমিক ৯২ শতাংশের ঋণ আয়ের চেয়ে বেশি। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৩ জন ঋণগ্রস্ত প্রার্থীর মধ্যে ১৭ জনের ক্ষেত্রে একই চিত্র দেখা গেছে, যা ৭৩ দশমিক ৯১ শতাংশ।

এছাড়া গণ অধিকার পরিষদের ৫ জন ঋণগ্রহীতা প্রার্থীর মধ্যে ৩ জনের ঋণের পরিমাণ আয়ের চেয়ে বেশি। এবি পার্টিতে ৬ জন ঋণগ্রহীতা প্রার্থীর মধ্যে ৩ জন, নাগরিক ঐক্যে ৩ জনের মধ্যে ২ জনের ঋণ আয়ের তুলনায় বেশি। বাংলাদেশ খেলাফত মজলিসে ঋণগ্রহীতা হিসেবে থাকা ৩ জন প্রার্থীর সবাই আয়ের চেয়ে বেশি ঋণের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে খেলাফত মজলিসের ১০ জন ঋণগ্রহীতা প্রার্থীর মধ্যে ৬ জনের ঋণ আয়ের তুলনায় বেশি।

এনসিপির প্রার্থী হওয়ার লক্ষ্যে যারা নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন, তাদের মধ্যে ঋণগ্রহীতা পাওয়া গেছে ৪ জনকে। তবে এদের মধ্যে মাত্র একজনের ঋণের পরিমাণ তার ঘোষিত আয়ের চেয়ে বেশি।

তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যেই বড় অঙ্কের ঋণ সবচেয়ে বেশি। বিএনপির অন্তত ৬ জন প্রার্থীর ঘোষিত ঋণের পরিমাণ শত কোটি টাকায় পৌঁছেছে, যা তাদের বার্ষিক আয়ের তুলনায় প্রায় শতগুণ। অন্য দলগুলোর অধিকাংশ প্রার্থীর মোট ঋণের অঙ্ক তুলনামূলকভাবে কম হলেও, আয়ের সঙ্গে তুলনা করলে সেই ঋণ অনেক ক্ষেত্রে দশগুণ থেকে শতগুণ পর্যন্ত বেশি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে