ঢাকা, রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ

২০২৬ জানুয়ারি ১৮ ১২:২৩:৫২
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসের জন্য ওমরাহ পালনের পরিকল্পনা করছেন মুসল্লিদের জন্য খরচ বৃদ্ধি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ট্যুর অপারেটররা সতর্ক করেছেন, এখনই বুকিং না করলে প্যাকেজের দাম দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশেষ করে পরিবহন এবং হোটেল ভাড়ার ঊর্ধ্বগতি এই পরিস্থিতির প্রধান কারণ। দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, রমজান মাসে মক্কা ও মদিনায় লাখ লাখ মুসল্লি আসার কারণে হোটেল ও ট্রান্সপোর্টের খরচ অত্যন্ত বেড়ে যায়।

ওমরাহ প্যাকেজের খরচ বর্তমানে বাস বা স্থলপথের ক্ষেত্রে প্রায় ১,২০০ দিরহাম, যা কয়েক দিনের মধ্যে ১,৪০০ দিরহামে এবং রমজানের শেষ দিকে ২,০০০ দিরহামের বেশি পর্যন্ত বেড়ে যেতে পারে। বিমানপথে প্যাকেজের দাম বর্তমানে ৩,৫০০ দিরহাম থেকে শুরু, তবে রমজান শুরু হলে ৫,২০০–৮,০০০ দিরহাম পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হারামের কাছে হোটেলের ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ দশকে তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পায়।

ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ। ভিসা আবেদন শেষ হবে ১৭ মার্চ, সৌদি আরবে প্রবেশ করতে হবে ২ এপ্রিলের মধ্যে, এবং দেশ ছাড়ার শেষ তারিখ ১৮ এপ্রিল। এজন্য ভ্রমণকারীকে আগে থেকেই পরিকল্পনা করা জরুরি।

ভোগান্তি এবং অতিরিক্ত খরচ এড়ানোর জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, প্রথমে ফ্লাইট ও হোটেল নিশ্চিত করে বুকিং করা, বিকল্প এয়ারলাইন্স বা ট্রানজিট ফ্লাইট ব্যবহার করা, গ্রুপে ভ্রমণ করা, হারামের কাছে না গিয়ে কিছুটা দূরের হোটেলে থাকা, এবং ভিসা ও ফিরতি টিকিটের সময়সূচি আগে থেকে যাচাই করা। এভাবে মুসল্লিরা রমজান মাসে ওমরাহ সম্পন্ন করতে পারবেন কম খরচে এবং ঝামেলা ছাড়াই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে