ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

আরও এক রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

২০২৬ জানুয়ারি ১৬ ১৮:১৪:৩৬
আরও এক রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) নামক একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন জোটের আত্মপ্রকাশ ঘটে। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে যে রাজনৈতিক পরিবর্তনের হাওয়া বইছে, তারই ধারাবাহিকতায় এই প্ল্যাটফর্মটি গঠিত হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য পাঁচটি মূলনীতি এবং সাতটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এনপিএ-র মূলমন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে—গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষা। মূলত একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখাই তাঁদের প্রধান অঙ্গীকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা মীর হুযাইফা আল মামদূহ জানান, এনপিএ ১০১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হবে। অনুষ্ঠানে তিনি ৯৯ জন সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি আরও জানান যে, বাকি সদস্যপদগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরবর্তীতে পূরণ করা হবে এবং পুরো কাউন্সিলটি সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে কাজ করবে।

ঘোষিত এই কাউন্সিলের সদস্য তালিকায় বেশ কিছু পরিচিত মুখ জায়গা করে নিয়েছেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ ও তুহিন খান যেমন রয়েছেন, তেমনি আছেন ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকার কর্মী ফেরদৌস আরা রুমি ও তাসলিমা মিজির মতো ব্যক্তিত্বরা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান এবং নাজিফা জান্নাত। বক্তব্যে নাজিফা জান্নাত উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। তবে এনপিএ তাদের নির্ধারিত পাঁচ মূলনীতির ওপর ভিত্তি করে একটি ভিন্নধর্মী ও গণমুখী রাজনৈতিক ধারা তৈরি করতে চায়, যেখানে পরিবেশ রক্ষা ও মানবিক মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে