ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন শফিক রেহমান

২০২৬ জানুয়ারি ১৬ ২৩:৫৬:৫৯
ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন শফিক রেহমান

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে প্রবীণ সাংবাদিক ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান বলেছেন, বিশ্বজুড়ে এখন ডোনাল্ড ট্রাম্পের জয়জয়কার চলছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক সমাজের এক শোকসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি মিস্টার ট্রাম্পকে বাংলাদেশে আসার প্রকাশ্য দাওয়াত দেন।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই স্মরণ সভাটি বিকেল তিনটায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে শফিক রেহমান আবেগপ্রবণ হয়ে পড়েন এবং মন্তব্য করেন যে, গত ৭ নভেম্বর যদি ম্যাডাম (খালেদা জিয়া) দেশের বাইরে না যেতেন, তবে তিনি হয়তো আরও কিছুদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারতেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন প্রজন্মের ভোটারদের উদ্দেশে শফিক রেহমান বিশেষ পরামর্শ দেন। তিনি তরুণ সমাজকে অনুরোধ করেন যেন তাঁরা জীবনের প্রথম ভোটটি দেওয়ার আগে এই শোকসভার বক্তব্যগুলো গভীরভাবে অনুধাবন করেন। দেশ এক অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শফিক রেহমান আরও বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গ্যারান্টি দিচ্ছেন যে এবারের নির্বাচন অত্যন্ত আনন্দদায়ক হবে। তবে জনগণের প্রতি তাঁর আহ্বান, প্রার্থীরা ভোট চাইতে এলে তাঁদের কাছে চাল, ডাল ও চিনির দাম নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি চাইতে হবে। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যাংকে রাখা জনগণের কষ্টার্জিত ক্যাশ বা আমানত কতটা নিরাপদ থাকবে, সে প্রশ্নও করার পরামর্শ দেন তিনি।

গুরুত্বপূর্ণ এই শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। সাংবাদিক আশরাফ কায়সার ও কাজী জেসিন পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী অর্থবছরের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই ধরণের সমাবেশ ও নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসাথে শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছেন, যাতে একটি স্বচ্ছ পরিবেশ নিশ্চিত হয়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে