ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াতের বিবৃতি 

২০২৬ জানুয়ারি ১৭ ১২:৫০:৪৪
কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াতের বিবৃতি 

নিজস্ব প্রতিবেদক : লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার শনিবার এক বিবৃতিতে বলেন, “মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এটি কঠোরভাবে নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “ড. অলি একজন খেতাবপ্রাপ্ত বীর, সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক বর্ষীয়ান রাজনীতিবিদ। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন, এই হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে