ঢাকা, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

হার্ট অ্যাটাক মাহমুদুর রহমান মান্নার

২০২৬ জানুয়ারি ১৭ ০০:০৭:৪২
হার্ট অ্যাটাক মাহমুদুর রহমান মান্নার

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আবারও গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর গণমাধ্যমে পাঠানো এক জরুরি ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব। বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করার পরপরই তাঁকে জরুরি চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করতে চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেন। নাগরিক ঐক্যের পক্ষ থেকে তাঁদের নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্নার হৃদরোগের ইতিহাস বেশ পুরনো। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসেও তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বারবার হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁর দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি নিয়ে চিন্তিত পরিবার ও দলের নেতা-কর্মীরা।

নাগরিক ঐক্যের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৫ সালে রাজনৈতিক কারণে কারাবন্দি থাকা অবস্থাতেও তিনি প্রথমবার হার্ট অ্যাটাক করেছিলেন। সেই সময়ে হাসপাতালে পরীক্ষার পর তাঁর হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়েছিল। তৎকালীন সময়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দীর্ঘ প্রচেষ্টার পর হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।

চলতি অর্থবছরের শুরুতে দেশের রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, তখন মান্নার মতো একজন জ্যেষ্ঠ নেতার অসুস্থতা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শুভাকাঙ্ক্ষী বার্তা দিচ্ছেন। আগামী দিনগুলোতে তাঁর চিকিৎসা বাবদ বড় অঙ্কের ক্যাশ বা অর্থের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে