ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

মাইগ্রেন নিয়ে হাসপাতালে, সকালে মৃত্যুর খবর

২০২৬ জানুয়ারি ১৪ ১১:০১:৫৩
মাইগ্রেন নিয়ে হাসপাতালে, সকালে মৃত্যুর খবর

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত সোমবার কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি মাইগ্রেনজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য ছিলেন। তিনি গত জানুয়ারি মাসে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার ইউএনও অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি মাইগ্রেনের তীব্র সমস্যায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়। তার মরদেহ শ্বশুরবাড়ি দাউদকান্দিতেই দাফন করা হবে।

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন। তার অকাল মৃত্যুতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে