ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

৭৫ কোটি টাকা উত্তোলন করবে ৩ বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড

২০২৬ জানুয়ারি ১৩ ২৩:২৫:৩৮
৭৫ কোটি টাকা উত্তোলন করবে ৩ বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে থেকে মোট ৭৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে তিনটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তিনটি ফান্ডের প্রতিটিই বাজার থেকে আলাদাভাবে ২৫ কোটি টাকা করে উত্তোলন করবে।

অনুমোদন পাওয়া বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলো হলো—মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় ফান্ড তিনটির খসড়া প্রসপেক্টাস ও এর সার-সংক্ষেপ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএসইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড ও মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড—এই দুই ফান্ড মিলিয়ে মোট তহবিলের পরিমাণ ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক পিএলসি উভয় ফান্ডে সমানভাবে ২ কোটি ৫০ লাখ টাকা করে মোট ৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। অবশিষ্ট ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে দুই ফান্ডের বিপরীতে ২২ কোটি ৫০ লাখ টাকা করে সংগ্রহ করা হবে।

এই দুই ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ফান্ডগুলোর সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি হিসেবে থাকবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টিডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

অন্যদিকে, সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের মোট তহবিলের আকার নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

এই শরীয়াহভিত্তিক ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্যও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টিডিয়ান হিসেবে থাকছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে