ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

বন্দর থেকে প্রতিরক্ষা একঝটকায়—সব চুক্তি বাতিল!

২০২৬ জানুয়ারি ১৩ ১০:২১:৩০
বন্দর থেকে প্রতিরক্ষা একঝটকায়—সব চুক্তি বাতিল!

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিল করেছে সোমালিয়া। সোমবার (১২ জানুয়ারি) দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়।

বাতিল হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে বন্দর পরিচালনা, নিরাপত্তা সহযোগিতা এবং প্রতিরক্ষা সংক্রান্ত সব সমঝোতা। বিশেষ করে বারবেরা, বসাসো ও কিসমায়ো বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সব চুক্তি বাতিল করা হয়েছে।

সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুআল্লিম ফিকি বলেন, ইউএইয়ের কিছু কর্মকাণ্ড সোমালিয়ার সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং রাজনৈতিক স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করছে—এমন বিশ্বাসযোগ্য তথ্য ও প্রমাণের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কয়েকটি ঘটনাই এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। গত ডিসেম্বরে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পর বিষয়টি নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। সোমালিল্যান্ড সোমালিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্বঘোষিত স্বাধীন অঞ্চল, যা ১৯৯১ সালে আলাদা হলেও এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।

এ ছাড়া ইয়েমেনের সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারুস আল-জুবাইদি সম্প্রতি সোমালিল্যান্ডের বারবেরা বন্দর ব্যবহার করে ইউএই সফর করেন। এই ঘটনাও সোমালিয়ার সরকারের মধ্যে অসন্তোষের জন্ম দেয় বলে জানা গেছে।

সোমালিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা কোনো আপস করবে না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে