ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

তারেক রহমানের নির্দেশ মেনে নিলেন যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী 

২০২৬ জানুয়ারি ১২ ১১:৩৯:২০
তারেক রহমানের নির্দেশ মেনে নিলেন যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী 

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের শরিক দলগুলোর জন্য সমঝোতা হওয়া আসনে দলের বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এ পরিস্থিতিতে বিএনপি দেশব্যাপী বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরি করেছে এবং ধাপে ধাপে তাদের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডেকে কথা বলা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে ভিডিও বার্তায় নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একরামুজ্জামান জানান, ২০০৪ সাল থেকে ২০ বছরের বেশি সময় তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মান ও তারেক রহমানের নির্দেশনায় তিনি ধানের শীষের পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করছেন।

ঝিনাইদহ-৪ আসনের মুর্শিদা খাতুন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি মিত্র দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিরের জন্য আসন ছেড়ে দিয়েছে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী এমএ খালেকও দলের নির্দেশ অমান্য করায় বহিষ্কৃত হলেও, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জ-২, মাদারীপুর-৩ ও সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীরাও সাক্ষাতের পর দলের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রার্থীরা ফেসবুক বা ভিডিও বার্তায় জানিয়েছেন, দলীয় প্রধানের নির্দেশনায় ও জাতীয় স্বার্থে তারা মনোনয়ন প্রত্যাহার করছেন।

বিএনপির এই পদক্ষেপ দলের ঐক্য বজায় রাখার পাশাপাশি নির্বাচনে সমঝোতা প্রক্রিয়াকে কার্যকর করতে সহায়ক হিসেবে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে