ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

যার নির্দেশে চট্টগ্রামে মির্জা ফখরুলের উপর হামলা হয়

২০২৬ জানুয়ারি ১২ ১১:১০:২৬
যার নির্দেশে চট্টগ্রামে মির্জা ফখরুলের উপর হামলা হয়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার মামলার তদন্ত রিপোর্ট দাখিলে বিলম্ব হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১-এর বিচারক সায়মা আফরীন হীমা তদন্ত কর্মকর্তাকে দ্রুত প্রতিবেদন দাখিলের কড়া নির্দেশনা দেন।

২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় হামলার শিকার হন মির্জা ফখরুল। ওই ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।

এ মামলাটি পরে ‘অভিযোগ প্রমাণিত হয়নি’ দাবি করে পুলিশ রিপোর্টে খারিজ করা হলেও, ২০২৪ সালের ২ অক্টোবর আদালত পুনঃতদন্তের আদেশ দেন। দীর্ঘসূত্রতার কারণে রিপোর্ট জমা দিতে বিলম্ব হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেছে। সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, তদন্ত কর্মকর্তাকে দ্রুত প্রতিবেদন দাখিল করতে তাগাদা দেওয়া হয়েছে, যাতে মামলার সুষ্ঠু এবং সময়মতো নিষ্পত্তি সম্ভব হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে