ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

যে কারণে দ্বিগুণ দামে এলপি গ্যাস কিনলেও পাওয়া যাবে না

২০২৬ জানুয়ারি ১১ ১৯:১৬:৫৩
যে কারণে দ্বিগুণ দামে এলপি গ্যাস কিনলেও পাওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। দ্বিগুণ দামও গ্যাসের অভাব মেটাতে পারছে না। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

গ্যাস সংকটের কারণে এলপিজি চালিত যানবাহনের মালিক ও চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন। প্রায় সব অটোগ্যাস স্টেশনে এলপিজি নেই। সংকটের ফলে পরিবহন খাতের কার্যক্রমেও প্রভাব পড়েছে। পাশাপাশি, কিছু এলাকায় চুলা জ্বালানোও সম্ভব হচ্ছে না। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানিতে রান্না করছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার এক সংবাদ সম্মেলনে এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, মাসে এলপিজির চাহিদা গড়ে ১ লাখ ৪০ হাজার টন। এর মধ্যে পরিবহন খাতের জন্য প্রয়োজন ১৫ হাজার টন। কিন্তু গত মাস থেকে সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম হচ্ছে, যার ফলে অনেক গ্যাস স্টেশন ব্যবসা বন্ধ হওয়ার পথে।

সংস্থা জানিয়েছে, সংকট মোকাবিলায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করা ও তিন দফা দাবি করেছে। সাধারণ মানুষ এবং ব্যবসায়ী উভয়েরই পরিস্থিতি বর্তমানে শঙ্কাজনক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে