ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

আগামী ৫ দিন আবহাওয়ার পূর্বাভাসে জানাল আবহাওয়া অধিদপ্তর

২০২৬ জানুয়ারি ০১ ০০:৩২:২২
আগামী ৫ দিন আবহাওয়ার পূর্বাভাসে জানাল আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র আগামী পাঁচ দিন কেমন আবহাওয়া থাকবে, সে বিষয়ে সর্বশেষ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া এই বার্তায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে বিদ্যমান মৌসুমের স্বাভাবিক লঘুচাপের একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্ত কুয়াশার প্রভাবে দেশের কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে, যা কোনো কোনো স্থানে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হবে বলে ধারণা করা হচ্ছে।

ঘন কুয়াশার কারণে সড়ক, অভ্যন্তরীণ নৌ-রুট এবং আকাশপথে বিমান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর। এই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশাঢাকা আকাশের কারণে দিনভর শীতের আমেজ বজায় থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বছরের শেষ দিনেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশার কারণে কনকনে শীতের অনুভূতি কমবে না।

জানুয়ারি মাসের প্রথম তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৫ দিনের বর্ধিত সময়ের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা পুনরায় কমে আসার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস, যার ফলে শীতের প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে