ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন ন্যাশনাল লাইফের সিইও

২০২৬ জানুয়ারি ০১ ০০:১৬:০৩
দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন ন্যাশনাল লাইফের সিইও

নিজস্ব প্রতিবেদক: অঢেল অবৈধ সম্পদ অর্জন এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এই সিদ্ধান্ত গ্রহণের পর একজন উপসহকারী পরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, অভিযোগের সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ইতোমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

তথ্যমতে, ২০২০ সালের নভেম্বরে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কাজিম উদ্দিনকে তিন বছরের জন্য সিইও হিসেবে নিয়োগের অনুমোদন দেয়। প্রথম মেয়াদ শেষ হওয়ার পর একই শিক্ষাগত সনদ ব্যবহার করে পুনরায় তাঁর নিয়োগ নবায়ন করা হয়। তবে বর্তমান সময়ে তাঁর বিরুদ্ধে অবস্থান বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ গড়ার অভিযোগ ওঠায় বিষয়টি কেন্দ্রীয় তদন্ত সংস্থার নজরে আসে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও কাজিম উদ্দিনের দাখিলকৃত নথিতে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। ১৯৮৪ ও ১৯৮৬ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসের পর দীর্ঘ বিরতি দিয়ে তিনি ২০১৮ ও ২০১৯ সালে ‘দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা’ থেকে বিবিএ ও এমবিএ পাসের সনদ জমা দেন। অথচ ২০০৬ সালেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রশাসনিক অব্যবস্থাপনা ও আর্থিক অস্বচ্ছতার কারণে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের বিষয়টি স্থগিত থাকলেও এর সনদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অঢেল অবৈধ সম্পদ এবং বিতর্কিত শিক্ষা সনদের বিষয়ে সত্যতা যাচাই করতে দুদক গভীর অনুসন্ধান চালাচ্ছে। তবে পুরো বিষয়টি নিয়ে কথা বলতে কাজিম উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে