ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বেগম জিয়ার জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথি ছিলেন যারা

২০২৫ ডিসেম্বর ৩১ ১৮:২৫:৪৯
বেগম জিয়ার জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথি ছিলেন যারা

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রের আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে আগত বিদেশি অতিথিদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেন।

বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসা বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুঙ্গেল।

জাতীয় সংসদ ভবনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শোকের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের উপস্থিতির জন্য উপদেষ্টারা বিদেশি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদেশি প্রতিনিধি দলগুলোর উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা আন্তর্জাতিক গুরুত্ব লাভ করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে