ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সম্পদের হিসাব প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

২০২৫ ডিসেম্বর ৩১ ১২:১৩:০৩
সম্পদের হিসাব প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহর স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা। এর বাইরে তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা দেখানো হয়েছে।

হলফনামা অনুযায়ী, ২০২৫–২০২৬ অর্থবছরে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই।

সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেওয়া মনোনয়নপত্র বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার মালিকানায় রয়েছে ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী। তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই।

এ ছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে। পিতা-মাতা, স্ত্রী বা সন্তানের নামে কোনো ব্যাংক ঋণ বা আর্থিক দায় নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। পেশা হিসেবে তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তার স্ত্রী গৃহিণী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে