ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ব্যাংক হলিডে নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ৩১ ০০:২৩:০৬
ব্যাংক হলিডে নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক জানিয়ে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) সারা দেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই নির্দেশনার প্রেক্ষিতে ওইদিন দেশের সকল তফশিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক বন্ধের এই বিষয়টি নিশ্চিত করেছে।

৩১ ডিসেম্বরের এই ছুটিটি একই সাথে ‘ব্যাংক হলিডে’ হিসেবেও গণ্য হবে বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে। তবে ২০২৫ সালের বার্ষিক ও অর্ধ-বার্ষিক অর্থবছর সমাপনী কার্যক্রমের স্বার্থে ব্যাংকগুলো চাইলে তাদের সংশ্লিষ্ট শাখা বা বিভাগগুলো খোলা রাখতে পারবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হিসাব চূড়ান্ত করার কাজ নির্বিঘ্ন করতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিজস্ব বিবেচনায় প্রয়োজনীয় অভ্যন্তরীণ জনবল বিন্যাস ও ব্যবস্থাপনা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী খালেদা জিয়া। তাঁর এই আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে