ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন পেছাল

২০২৫ ডিসেম্বর ২১ ১৩:২৩:২৯
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন পেছাল

নিজস্ব প্রতিবেদক: টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) বর্বরোচিত গুম ও নির্যাতনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার (২১ ডিসেম্বর) এক আদেশে আগামী ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ধার্য করেছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সিদ্ধান্ত দেন।

সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালকসহ ১০ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা শুনানির প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদনের তীব্র বিরোধিতা করে বলেন, আসামিপক্ষ অহেতুক সময়ক্ষেপণ করে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে।

এই চাঞ্চল্যকর মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জন অভিযুক্ত রয়েছেন। বর্তমানে ১০ জন সেনা কর্মকর্তা হেফাজতে থাকলেও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং বেনজীর আহমেদসহ বাকি ৭ জন এখনো পলাতক। পলাতক আসামিদের অনুপস্থিতিতেই তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানিতে অংশ নিচ্ছেন। এর আগে গত ১৪ ডিসেম্বর উভয়পক্ষের শুনানি শেষে আদালত আজ আদেশের দিন ঠিক করেছিলেন, যা এখন দুদিন পিছিয়ে গেল।

গত ৩ ডিসেম্বর শুনানির সময় চিফ প্রসিকিউটর টিএফআই সেলে নির্যাতনের বীভৎস বর্ণনা তুলে ধরেছিলেন। তিনি উল্লেখ করেন, বিগত ১৬ বছর ধরে চলা গুমের সংস্কৃতিতে মানুষের ভাগ্য দুইভাবে নির্ধারিত হতো—হয় দীর্ঘ গুমের পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো, নয়তো বছরের পর বছর বন্দি রেখে জনমানবহীন স্থানে ফেলে আসা। ৫ আগস্টের পর উদ্ভূত ‘নতুন বাংলাদেশে’ এই অন্ধকার অধ্যায়ের বিচার এখন চূড়ান্ত পর্যায়ে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর অভিযুক্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং ৮ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা উপস্থিত না হওয়ায় আইনের নিয়ম অনুযায়ী স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে ট্রাইব্যুনাল।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে