ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ইসির নতুন নির্দেশনা জারি

২০২৫ ডিসেম্বর ১৭ ১৮:৫৩:২৪
শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ইসির নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে যাওয়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের আগেই ভোটকেন্দ্রগুলো ভোটারদের চলাচলের জন্য উপযোগী করে প্রস্তুত করতে হবে। পাশাপাশি কেন্দ্রগুলোর অবকাঠামোগত যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি ক্যামেরা কার্যকর অবস্থায় রাখতে হবে। যেসব কেন্দ্রে এখনো সিসিটিভি সংযোগ নেই, সেসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে অন্তত ভোটের দিন সিসিটিভি স্থাপনের ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করতে হবে। একই সঙ্গে প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে বলা হয়েছে—বিশেষ করে যেসব ভোটকেন্দ্র সাইক্লোন সেন্টারে অবস্থিত।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে