ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়ে যে নির্দেশনা দিল পুলিশ

২০২৫ ডিসেম্বর ১৭ ১৮:৩৯:০৪
থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়ে যে নির্দেশনা দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়োদিন এবং ইংরেজি নববর্ষের আগের রাত থার্টি ফার্স্ট নাইট ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ পুলিশ। উৎসবকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে একাধিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে ‘হল অব প্রাইড’-এ একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় অংশ নেওয়া খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা বড়োদিনকে কেন্দ্র করে পুলিশের নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগের বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়োদিন উদযাপন সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বড়োদিন একটি সর্বজনীন উৎসব এবং এই উপলক্ষে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা কাজে লাগিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিশ্চিত করা যাবে।

বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

পুলিশ সদরদপ্তর আরও জানায়, কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।

সভায় দেশের বিভিন্ন স্থানে গির্জার নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলোকসজ্জা এবং স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখার আহ্বান জানানো হয়। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার, কুয়াকাটাসহ দেশের সব পর্যটন এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে।

এ ছাড়া উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তার সহায়তা নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে