ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নতুন নামে আসছে ইস্টার্ন ইন্স্যুরেন্স

২০২৫ ডিসেম্বর ১৭ ১৭:১০:৫১
নতুন নামে আসছে ইস্টার্ন ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নামে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে আবেদন করা হলে সার্বিক বিষয় বিবেচনায় অনুমোদন দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করায় এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথ সুগম হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ‘ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি’। কোম্পানিটির এই নতুন নাম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।

তবে নাম সংশোধন ছাড়া কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থা, শেয়ার কাঠামো কিংবা অন্যান্য পরিচালনাগত বিষয়ে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শুধুমাত্র আইনগত ও কর্পোরেট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে নামের শেষে ‘পিএলসি’ যুক্ত করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, নাম পরিবর্তন একটি প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত বিষয় হলেও এটি কোম্পানির ব্র্যান্ডিং ও কর্পোরেট পরিচয়কে আরও স্পষ্ট করে তুলবে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিতে পারে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে