ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কোনো শক্তির নেই: প্রেস সচিব

২০২৫ ডিসেম্বর ১২ ১৪:৫৮:২২
নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কোনো শক্তির নেই: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা পৃথিবীতে আর কোনো শক্তির নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যারা আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করবে, অথবা আইনশৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। এছাড়া যারা অনৈতিক দাবি দেখিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে, তাদের প্রতিও সরকার নেবে কঠোর ব্যবস্থা।”

প্রেস সচিব আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে বলেন, “পতিত স্বৈরাচারের পার্টি নিজেই নির্বাচনে অংশগ্রহণ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা চাইলে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাতে পারত, কিন্তু তারা তা না করে, রাইফেল ও পিস্তল নিয়ে সাধারণ মানুষ, এমনকি শিশুদের উপর হামলা চালিয়েছে।”

তিনি আরও বলেন, “তাদের ভেবেছিলো, যারা হত্যা করবে, ১৫ বছর চুপ থাকবে, আরও ১৫ বছর সবাই চুপ থাকবে। কিন্তু এখন নিজেদেরই নিজেদের হাতেই নির্বাচন থেকে বাইরে চলে যাওয়া। তারা নিজেরাই নিজের ব্যর্থতার সাক্ষী।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে