ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আখতার

২০২৫ ডিসেম্বর ০৬ ২০:১৩:৩৬
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আখতার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন মনে করেন, বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে না। তিনি বলেছেন, দেশের নাগরিক ও রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী শেখ হাসিনাকে দেশে দ্রুত ফিরিয়ে আনতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে আখতার হোসেন এ মন্তব্য করেন। তিনি বলেন, “একতরফা নির্বাচনে ভারতের সরাসরি ভূমিকা ছিল। তাই শেখ হাসিনার দেশে ফিরে আসা তার ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়, বরং তা জাতির স্বার্থে জরুরি।”

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত গণ-অভ্যুত্থানে তাদের শরিক দল। “দুর্ভাগ্যজনকভাবে, নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, আর তারা অস্ত্রের মহড়া ও রাজনৈতিক প্রতিযোগিতায় নেমেছে,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের প্রতি সতর্ক বার্তা দেন। তিনি বলেন, “ভারতকে বলতে চাই, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। এখানে অনেক ব্যবসা আছে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ায় বিজেপির সন্ত্রাস রুখতে আমরা প্রস্তুত।”

নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিশ্রুতি দেন, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করা হবে। পাশাপাশি তিনি দেশের বর্তমান নিয়োগ প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে বলেন, “পাবলিক ও প্রাইভেট উভয় সেক্টরে দাসপ্রথা, পরিবারতন্ত্র এবং তৈলমর্দন ছিল চাকরি পাওয়ার মূল মানদণ্ড। ইলেকশন কমিশনও এমন জংলি কায়দায় বেসরকারি পেশাজীবীদের ব্যবহার করছে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির আসন বণ্টন নীতি সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, “আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাব না। বাংলাদেশে সিট বণ্টনের পলিটিকস আর চলবে না।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে