ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

বিএনপি-জামায়াতের বাইরে নতুন জোটের ঘোষণা এনসিপির

২০২৫ নভেম্বর ২৫ ১০:৩২:৫১
বিএনপি-জামায়াতের বাইরে নতুন জোটের ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী জানান, এই জোট ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রার্থী দিবে ৩০০ আসনে।

এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ভারত ও আওয়ামী লীগের অর্থনৈতিক শক্তি ব্যবহার করে জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্থ ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দু’দিন ব্যাপী মতবিনিময় শেষে পাটওয়ারী বলেন, দেশের মানুষ কয়েক দিনের মধ্যে বিএনপি-জামায়াতের বাইরে নতুন জোট দেখতে পাবে। এই জোট জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে।

পাটওয়ারী আরও বলেন, নতুন জোট সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবে।

এনসিপি নেতারা জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনকে রাজনৈতিক দলগুলোকে স্বতন্ত্রভাবে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনকে ভাগ-বাটোয়ারার চিন্তা থেকে মুক্ত রাখার গুরুত্ব জানিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে