ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

যেসব আসনে প্রার্থী বদল হতে পারে বিএনপির 

২০২৫ নভেম্বর ২৫ ০৯:০৪:৫২
যেসব আসনে প্রার্থী বদল হতে পারে বিএনপির 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় বিভক্তি ও অসন্তোষ আরও তীব্র আকার ধারণ করেছে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন দলের শীর্ষ নীতিনির্ধারকেরা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে বিভিন্ন আসনের বিরোধ মেটানোর চেষ্টা চললেও অনেক জায়গায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে অন্তত ৪০টি আসনে মনোনয়ন নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা গেছে। বঞ্চিত নেতা ও তৃণমূলের কর্মীরা অভিযোগ করছেন—প্রার্থী বাছাইয়ের সময় স্থানীয় জনপ্রিয়তা ও বাস্তব অবস্থান যথাযথভাবে যাচাই করা হয়নি।

যারা জরিপের দায়িত্বে ছিলেন, তারা হাইকমান্ডকে ভুল ও অসম্পূর্ণ তথ্য দিয়েছেন।এ কারণেই বহু এলাকায় প্রার্থী পরিবর্তনের দাবি তীব্র আকার ধারণ করেছে।

একাধিক সূত্র জানায়, নিম্নোক্ত আসনগুলোতে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে—

সুনামগঞ্জ-৫

কুষ্টিয়া-১ ও ৪

ব্রাহ্মণবাড়িয়া-৪

নরসিংদী-৪

নাটোর-১

নারায়ণগঞ্জ-২

গাইবান্ধা-২

চট্টগ্রাম-১২ ও ১৩

মনোনয়ন পরিবর্তনের দাবিতে বহু আসনে বিক্ষোভ, মানববন্ধন ও পদত্যাগের ঘোষণা পর্যন্ত দেখা গেছে। আন্দোলন চলমান যেসব গুরুত্বপূর্ণ আসন—

চট্টগ্রাম-৪ ও ১৬, সিলেট-৬, রংপুর-৩, সাতক্ষীরা-২ ও ৩,

গাইবান্ধা-৪, ঠাকুরগাঁও-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, কুড়িগ্রাম-২,

নোয়াখালী-৫, নীলফামারী-৪, দিনাজপুর-২, হবিগঞ্জ-৪,

জয়পুরহাট-১ ও ২, ময়মনসিংহ-৩, ৬, ৯ ও ১১,

মুন্সীগঞ্জ-২, কুমিল্লা-৫, ৬ ও ১০,

রাজশাহী-৪ ও ৫, রাজবাড়ী-২, নওগাঁ-১, ৩ ও ৪,

পাবনা-৪, মৌলভীবাজার-২

এছাড়াও আরও কয়েকটি আসনে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।

বিএনপির হাইকমান্ড থেকে স্পষ্ট নির্দেশনা ছিল—মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে গণসংযোগ চালাতে হবে।তবে মাঠের চিত্র ভিন্ন।অনেক প্রার্থী মনে করছেন তাদের জয় ‘নিশ্চিত’, তাই বঞ্চিত নেতাদের অনুসারীদের গুরুত্ব দিচ্ছেন না।কোথাও কোথাও নিজেদের দলের কর্মীদের ওপর হামলা, হুমকি ও হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে।

দলীয় নেতাদের মতে, মনোনয়নসংক্রান্ত বিরোধ দ্রুত সমাধান না হলে নির্বাচনী মাঠে বিএনপির জন্য আরও অস্বস্তিকর ও ক্ষতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তৃণমূলের আশঙ্কা—অন্তর্দ্বন্দ্ব ও বিভক্তি অব্যাহত থাকলে নির্বাচনে দলের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে