ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

সাদিক কায়েমকে কড়া সতর্কবার্তা

২০২৫ নভেম্বর ২৪ ১১:৪১:৩৩
সাদিক কায়েমকে কড়া সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েমের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। শেখ হাসিনাকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ঘিরে ১০০১ শিক্ষকের যৌথ বিবৃতির পর সাদিক কায়েমের প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, “হঠাৎ করে বিপ্লবী হয়ে গেছেন সাদিক কায়েম। দুইটা ভোট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে। বহু লোক দেখেছি, ভোট পাওয়ার পর হারিয়ে গেছে। নিজেকে সংযত করেন। আপনার যে সুনাম শুনেছিলাম, সেটা কন্টিনিউ করার চেষ্টা করেন।”

তিনি আরও বলেন, “বিনয়ের অভিনয় বেশিদিন করা যায় না। প্রকৃত চেহারা বের হয়ে যায়। এই চেহারা নিজের বৈশিষ্ট্য দিয়ে বদলাতে না পারলে ঢেকে রাখা যায় না।”

সাদিক কায়েমের বিশ্ববিদ্যালয় শিক্ষকবিরোধী মন্তব্যের সমালোচনা করে সাংবাদিক বলেন, “আপনি বলছেন কিছু শিক্ষককে থাকতে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে। আপনি কে? ডাকসুর মেয়াদ শেষ হলে আপনি সাধারণ মানুষ। কে আপনাকে সেই অধিকার দিয়েছে?”

মাসুদ কামাল আরও মন্তব্য করেন, “ভিন্নমত পোষণ করলেই, বা কারও রাজনৈতিক অবস্থানের কারণে তাকে বের করে দেওয়ার ঘোষণা—এটা কোনাধিকারিক অবস্থান? ফ্যাসিবাদের পক্ষে স্বাক্ষর করেছে বলে শিক্ষককে বের করে দেবেন? আপনার সাধারণ সম্পাদকও তো ছাত্রলীগের কমিটিতে ছিল। তাহলে?”

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ শিক্ষক বিবৃতি প্রকাশ করেন।

এই ঘটনার পর সাদিক কায়েম বলেন, “প্রগতিশীল যেসব শিক্ষক খুনি হাসিনার পক্ষে স্বাক্ষর করেছে, তাদের বাংলাদেশে রাখা যাবে না। তাদের নির্মূল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা এসব শিক্ষকের ক্লাস বয়কট করবে, প্রশাসনকেও চাকরিচ্যুতির দাবি জানাচ্ছি।”

সাদিক কায়েমের এই বক্তব্য ঘিরেই তৈরি হয় বিতর্ক এবং এর পরই প্রতিক্রিয়া জানান সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে