ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

২০২৫ নভেম্বর ২৪ ১৫:০৭:০৮
ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

নিজস্ব প্রতিবেদক : ২১ নভেম্বরের ভূমিকম্পে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

রোববার (২৩ নভেম্বর) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ

চিঠিতে বলা হয়, ২১ নভেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির বিবরণ, সংখ্যা ও ছবি সংযুক্ত ছক অনুযায়ী ২৪ নভেম্বরের মধ্যে স্ক্যানকপি ও সফটকপি (Excel, Nikosh Font) ইমেইলে ([email protected]) পাঠাতে হবে।

একই সঙ্গে ২৭ নভেম্বরের মধ্যে হার্ডকপি ও সফটকপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ছকে জেলা–উপজেলা, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্তারিত বিবরণ যুক্ত করতে হবে। এ তথ্য প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের তথ্যও চেয়েছে ডিপিই

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও জানিয়েছে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ও সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানা গেছে।

সেই কারণে ২১ নভেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য সংযুক্ত নির্ধারিত ছক অনুযায়ী ২৭ নভেম্বরের মধ্যে হার্ড ও সফট কপি (Nikos ফন্টের এক্সেল শিটে) পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের ইমেইলে ([email protected]) পাঠাতে হবে।

ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭

চিঠিতে উল্লেখ করা হয়, ২১ নভেম্বর দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকার নিকটবর্তী নরসিংদী জেলা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে