ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

ট্রেডক্যাপ স্টকের লাইসেন্স নবায়ন স্থগিত, লেনদেন বন্ধ

২০২৫ নভেম্বর ২৫ ০০:৩৪:০৫
ট্রেডক্যাপ স্টকের লাইসেন্স নবায়ন স্থগিত, লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ট্রেডক্যাপ স্টক ব্রোকারেজের লাইসেন্স নবায়ন বিষয়ে কোনো ব্যাখা না পাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিষ্ঠানটির সব ধরনের লেনদেন ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। রোববার লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার থেকে প্রতিষ্ঠানটির লেনদেন বন্ধ হয়ে যায়।

কোম্পানিটি জানায়, তারা নয় মাস ধরে ব্রোকার-ডিলার লাইসেন্স নবায়নের শর্ত পূরণের জন্য কাজ করলেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অনুমোদন পায়নি। ফলে ডিএসইও ছাড়পত্র দিতে পারেনি।

ডিএসই সূত্র জানায়, লাইসেন্স নবায়নের জন্য ব্রোকারেজ প্রতিষ্ঠানটি সব কাগজপত্র জমা দিলেও রোববার পর্যন্ত বিএসইসি থেকে কোনো ক্লিয়ারেন্স আসেনি। ফলে সোমবার থেকে নিয়মানুযায়ী লেনদেন স্থগিত করা ছাড়া উপায় ছিল না। এ অবস্থায় প্রায় ২২ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট হোল্ডারের লেনদেন আটকে যায়।

ট্রেডক্যাপের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (সিইও) আরিফুল হক জানান, কোম্পানির সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট (সিসিএ) কখনোই ঘাটতিতে যায়নি। তিনি দাবি করেন, “একটি বিও অ্যাকাউন্টও নেগেটিভ হয়নি। আমাদের মূলধন সবসময়ই পজিটিভ ছিল।”

তিনি প্রশ্ন তোলেন, “মালিকের ব্যক্তিগত কোনো অভিযোগ বা বিচারাধীন ইস্যুর কারণে কি লাইসেন্স নবায়ন আটকে রাখা যৌক্তিক? আর সেটা কি কোম্পানির ওপর বর্তায়?”

বিএসইসির এক কর্মকর্তা জানান, কোম্পানির পূর্বের মালিক আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের বিরুদ্ধে নির্ধারিত জরিমানা পরিশোধ না করার বিষয়টি নজরে ছিল। তবে কেন লাইসেন্স নবায়ন আটকে রাখা হলো—এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

ট্রেডক্যাপের এক মালিক আবু সাদাত মো. সায়েম বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজির মামলায় গ্রেফতার হয়ে জামিন পান। যদিও এটি একটি পৃথক বিষয়।

অন্যদিকে ডিএসই জানায়, ডিমিউচুয়ালাইজেশন আইনে মালিকানা হস্তান্তর বা ট্রেক নম্বর পরিবর্তনের ক্ষেত্রে পাঁচ বছরের সময়সীমা থাকায় ট্রেডক্যাপের নাম পরিবর্তন বা মালিকানা রদবদল এখনই সম্ভব নয়।

ট্রেডক্যাপের আরেক শেয়ারহোল্ডার মঈনুল হক সিআইবি ক্লিয়ারেন্স না পাওয়ার অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠান ছেড়ে যান।

এর আগে, নতুন মালিকেরা—আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজ—গত বছরের নভেম্বরে ডিএসই থেকে মালিকানা পরিবর্তনের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেলেও বিএসইসির অনুমোদন আসেনি। ফলে নবায়ন না হওয়ায় প্রতিষ্ঠানটি লেনদেন স্থগিতের মুখে পড়ে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে