ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)

২০২৫ নভেম্বর ২৩ ২০:৫০:৪৭
বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)

সরকার ফারাবী: কাতারের দোহায় আজ, ২৩ নভেম্বর ২০২৫, জমকালোভাবে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস–এর ফাইনাল। দিবা-রাত্রির (D/N) এই শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াইয়ে নামছে বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহীনস। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। টসের ভাগ্য সহায় হওয়ায় বাংলাদেশ ‘এ’-এর অধিনায়ক আকবর আলী প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পাকিস্তান শাহীনস: অপরাজিত অভিযান নিয়ে ফাইনালে

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তান শাহীনস পুরো পথটাই অতিক্রম করেছে অপরাজিত থেকেই। তাদের যাত্রা শুরু হয় ওমানকে ৪০ রানে হারিয়ে। এরপর ভারত ‘এ’-কে ৮ উইকেট ও ইউএই-কে ৯ উইকেটে সহজেই পরাজিত করে। কঠিন সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’-এর বিপক্ষে ৫ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে তারা ফাইনালে উঠে। ধারাভাষ্যকার আশিস পান্ত মনে করেন, দলের তারকা ক্রিকেটার মা’আজ সাদাকাত পুরো টুর্নামেন্টেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন।

বাংলাদেশ ‘এ’: নাটকীয় লড়াই পেরিয়ে ফাইনাল নিশ্চিত

বাংলাদেশ ‘এ’-এর ফাইনালে ওঠার পথ ছিল ওঠানামায় ভরা। হংকং-এর বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর, আফগানিস্তান ‘এ’-কে উড়িয়ে দেয় দলটি। তবে শ্রীলঙ্কা ‘এ’-এর কাছে ৬ রানে হেরে সামান্য বিপাকে পড়ে। সেমিফাইনালে ভারত ‘এ’-এর বিরুদ্ধে ম্যাচটি গড়ায় সুপার ওভারে, যেখানে রিপন মণ্ডল অসাধারণ ঠাণ্ডা মাথায় দলকে জয় এনে দেন।

ইরফান খানের সামনে বিশেষ রেকর্ড

পাকিস্তান শাহীনস দলের অধিনায়ক ইরফান খান আজকের ম্যাচটিতে আরেকটি টি-টোয়েন্টি নেতৃত্ব দিলেই পাকিস্তান ‘এ’ দলের হয়ে সর্বাধিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডে সমতা আনবেন। ধারাভাষ্যকার আশিস পান্তের মতে, দুই দলের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আজ দোহায় একটি উত্তেজনাপূর্ণ ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

চূড়ান্ত একাদশ

বাংলাদেশ ‘এ’ দল

হাবিবুর রহমান সোহান, জিশান আলম, জাওয়াদ আবরার, আকবর আলী, রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম, অঙ্কন, এস এম মেহেরোব, আবু হায়দার, ইয়াসির আলী, রিপন মণ্ডল, আব্দুল গাফ্ফার সাকলাইন।

পাকিস্তান শাহীনস

মা’আজ সাদাকাত, মোহাম্মদ নাঈম, ইয়াসির খান, মোহাম্মদ ফাইক, গাজি ঘোরি, ইরফান খান, সাদ মাসুদ, শহীদ আজিজ, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ, আহমেদ দানিয়াল।

খেলাটি সরাসরি দেখতে এখানেক্লিককরুন।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে