ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

২০২৫ নভেম্বর ২৪ ১৯:০৩:৩৯
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কর সংক্রান্ত সকল নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে পেশ করা আবেদনে উল্লেখ করেন, আসামি লুৎফুল তাহমিনা খান জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১৫ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫৯১ টাকা মূল্যের সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন, যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আরও বলা হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে লুৎফুল তাহমিনাকে এই বর্ণিত অপরাধে সহায়তা করে দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়াও, আসামি লুৎফুল তাহমিনা খানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। তিনি প্রত্যক্ষ সহযোগিতায় নিজের এবং তার আংশিক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় মোট ১০টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ৪৩ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ৭৪৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এই অর্থের স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে তিনি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্ত লুৎফুল তাহমিনা খানের সকল আয়কর রিটার্নসহ এর সঙ্গে সংযুক্ত রেকর্ডপত্র জব্দ করে সেগুলো পর্যালোচনা করা একান্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক নথি জব্দের আদেশ দেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে