ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

সুখবর পেলেন বিএনপির ২০ নেতা

২০২৫ নভেম্বর ২৪ ১৫:০৯:০৫
সুখবর পেলেন বিএনপির ২০ নেতা

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে বহিষ্কৃত হওয়া দেশের বিভিন্ন ইউনিটের ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২৩ নভেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

খুলনার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আরও ১৮ নেতার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—

সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল জব্বার

সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক স্বপন মিয়া ও এম রিফাত বিন জিয়া

ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি

কক্সবাজার জেলা বিএনপির নারীবিষয়ক সম্পাদক নাছিমা আক্তার (বকুল)

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল

সাবেক সদস্য সাহাব উদ্দিন সাহেদ

সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব শেখ আবদুর রউফ

ফরিদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসরিন পারভীন মুক্তি ও সাবেক সদস্য জিয়াউর রহমান

টাঙ্গাইল সদর থানার সদস্য আজহারুল ইসলাম লাবু

রৌমারী উপজেলা সহসভাপতি ইমান আলী

হাতীবান্ধা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মাকতুফা ওয়াসিম (বেলী)

বোদা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব লাই–নাজমা হক

গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতা আশরাফ হোসেন আলিম

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি নেতা খন্দকার আবু সালেহ ইব্রাহিম গত বছরের ২২ মার্চ স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তার আবেদন পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্তে তার পদত্যাগপত্রও বাতিল করা হয়েছে।

কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ বলেন,“কেন্দ্রীয় বিএনপি নুরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। তার মতো দুর্দীনের কান্ডারি নেতাদের আজ বিএনপিরই প্রয়োজন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে