ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

বিশ্বের যেসব দেশে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে কম

২০২৫ নভেম্বর ২৪ ১৭:৩৯:৪৫
বিশ্বের যেসব দেশে ভূমিকম্পের ঝুঁকি সবচেয়ে কম

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো নিয়ে নানা বিশ্লেষণ থাকলেও, বিপরীতে এমন কিছু দেশও রয়েছে যেখানে ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত কম। এসব দেশ প্রধান সক্রিয় ফল্ট লাইন বা টেকটনিক প্লেট সীমান্ত থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় প্রাকৃতিক ভূমিকম্প সাধারণত ঘটে না। শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং পরবর্তী ৮ ঘণ্টায় আরও তিনটি মৃদু কম্পন অনুভূত হওয়ার পর বিশ্বব্যাপী ভূমিকম্পের নিরাপদ অঞ্চলগুলো নতুন করে আলোচনায় এসেছে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম জানিয়েছে—শনিবার থেকে রোববার পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এমন সময়ে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, পৃথিবীতে এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে ভূমিকম্পের সম্ভাবনা অত্যন্ত কম।

উত্তর-মধ্য আফ্রিকার দেশ চাদ সবচেয়ে ভূমিকম্প-নিরাপদ দেশগুলোর একটি। সবচেয়ে নিকটবর্তী ফল্ট লাইন—আফ্রিকা ও আরবীয় প্লেট সীমান্ত—চাদ থেকে প্রায় ২,১০০ কিলোমিটার দূরে। ফলে প্রাকৃতিকভাবে ভূকম্পন অত্যন্ত বিরল। তবে দেশটি বন্যা, খরা ও দাবানলের ঝুঁকিতে রয়েছে।

নাইজার, আইভরি কোস্ট এবং বুরকিনা ফাসো—এই দেশগুলোও কোনো প্রধান ফল্ট লাইনের কাছে নয়। ভূমিকম্পের ঝুঁকি কম হলেও খরা, তীব্র গরম, বন্যা তাদের প্রধান প্রাকৃতিক হুমকি।

ক্যারিবীয় প্লেটের ফল্ট লাইন থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরে অবস্থিত বাহামা। এখানে ভূমিকম্প খুবই বিরল, তবে উপকূলীয় বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি রয়েছে।

ইউরোপের নিরাপদ দেশগুলো

উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড ভূমিকম্প-নিরাপদ দেশগুলোর শীর্ষে। সবচেয়ে নিকট ফল্ট লাইন এখান থেকেও ২,১০০ কিলোমিটার দূরে। মাঝে মাঝে খনন বা শিল্প বিস্ফোরণে মানবসৃষ্ট ছোট কম্পন ছাড়া বড় কোনো ভূমিকম্প নেই। বন্যা ও দাবানলসহ অন্যান্য দুর্যোগও তুলনামূলক কম।

ডেনমার্ক আফ্রিকান-ইউরেশিয়ান প্লেট সীমান্ত থেকে প্রায় ১,৯৩০ কিলোমিটার দূরে হওয়ায় বড় ভূমিকম্পের সম্ভাবনা থাকে না।

লাটভিয়া প্রধান ফল্ট লাইন থেকে ১,১০০ কিলোমিটার দূরে। সেখানে ভূমিকম্প প্রায় দেখা যায় না, তবে বসন্তকালে বরফগলা বন্যা হতে পারে।

আয়ারল্যান্ডও কম্পন-নিরাপদ অঞ্চলের তালিকায় রয়েছে।

দক্ষিণ আমেরিকা

দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ে প্রধান ফল্ট লাইন থেকে প্রায় ১,৬০০ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে ভূমিকম্প প্রায় অনুপস্থিত, যদিও দেশটি উপকূলীয় বন্যার ঝুঁকিতে রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে