ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

সচিবালয়ে নতুন ভবনের বিভিন্ন স্থানে ফাটল

২০২৫ নভেম্বর ২৪ ১৮:৪৬:১০
সচিবালয়ে নতুন ভবনের বিভিন্ন স্থানে ফাটল

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সচিবালয়ে নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনটিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করেন।

সোমবার (২৪ নভেম্বর) স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা জানান, ফাটলের কারণে ভবনে কাজ করা কিছুজন আতঙ্কিত। গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানান, ইটের তৈরি ৫ ইঞ্চি পুরু দেওয়ালে এই ফাটল দেখা দিয়েছে। তবে পিলার এবং ভবনের মূল কাঠামোতে কোনো সমস্যা নেই, তাই ভবন ঝুঁকিপূর্ণ নয়। শিগগিরই ফাটল মেরামত করা হবে।

ফাটল প্রধানত ৯৩০ নম্বর কক্ষের উত্তর দেওয়াল এবং ১০০ নম্বর কক্ষের সামনের দেওয়াল-এ লক্ষ্য করা গেছে। এ দুটি কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেন। একজন কর্মকর্তা বলেন, “শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে এই ফাটল অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, কারণ ভবনটি চালু হওয়ার এক বছরও পূর্ণ হয়নি।”

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত এবং ৬ শতাধিক আহত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদী। পরে রাজধানীতে আরও দুটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন বলেন, “ফাটলগুলো মূল স্ট্রাকচারের জন্য ঝুঁকিপূর্ণ নয়। বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন, এবং আমরা শিগগির ফাটল মেরামত করব।”

সচিবালয়ে নির্মিত ২০ তলাবিশিষ্ট এক নম্বর ভবনের নির্মাণ কাজ ৪৬১ কোটি টাকা ব্যয়ে শেষ হয় এবং চলতি বছরের মে মাসে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়। প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর অনুমোদিত হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে