ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

ডাকসু নিয়ে হাস্যরসে মজলেন ঢাবি ভিসি

২০২৫ নভেম্বর ২০ ০৮:৪০:১৭
ডাকসু নিয়ে হাস্যরসে মজলেন ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘প্রত্যাশা সম্মেলন ২০২৪’-এ অংশ নিয়ে উপাচার্য (ভিসি) নিয়াজ আহমেদ খান শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের উদ্দেশে প্রাণবন্ত ও হাস্যরসাত্মক ভাষণে বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের একটি সজ্জিত মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য প্রদান করেন, যেখানে তার গলায় ঝোলানো আইডি কার্ড এবং পেছনে নীল ব্যানারে বাংলায় লেখা “প্রত্যাশা সম্মেলন ২০২৪” স্পষ্ট দেখা যায়। শুরু থেকেই তিনি হালকা-চোখে ও হাসিমুখে বক্তব্য রাখেন, যা পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে।

ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও সম্মেলনকে সফল করতে শিক্ষার্থীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সবসময়ই উৎসাহ ও উদ্যম নিয়ে এগিয়ে আসে। উপস্থিত তরুণরা তার কথায় হাসতে হাসতে সাড়া দেন, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বক্তব্যের সবচেয়ে আলোড়ন তোলা অংশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রসঙ্গ। ভিসি নিয়াজ আহমেদ খান রসিকতার সাথে উল্লেখ করেন—“ডাকসু আসলে… হল, আর তোরা আমার সামনে বসে আছিস!”

তার এই মন্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হাসির রোল পড়ে। তিনি বলেন, ডাকসুকে ঘিরে দেশের মানুষের মধ্যে সব সময়ই এক ধরনের আগ্রহ থাকে—সারা বাংলাদেশ তাকিয়ে থাকে। কিন্তু মজার বিষয় হলো, বাস্তব চিত্র অনেক কম নাটকীয়।

তিনি বলেন—“ডাকসুর প্রতিনিধিরা দাঁড়িয়ে আছেন—কোনো ফ্ল্যাগ নেই, কোনো অস্ত্রধারী নেই, আশেপাশে নাটকীয় কিছু নেই। পুরো ব্যাপারটাই খুব কমপ্রিহেনসিভ, প্রভাবও পরিষ্কার, কিন্তু কোনোটা কম হয়েছে।”

অর্থাৎ, অনেক প্রত্যাশা ও আলোচনার পরেও বাস্তব পরিস্থিতি ছিল খুবই সরল ও স্বাভাবিক—এমনটাই ইঙ্গিত করেন তিনি।

ভিসি আরও বলেন, প্রতিটি অনুষ্ঠানেই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। তা সত্ত্বেও প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করায় অনুষ্ঠানটি শৃঙ্খলাপূর্ণ ও সফল হয়েছে। তিনি বলেন—“সীমাবদ্ধতার মধ্যেও তোমরা কাজ করেছো—আমরা আল্লাহর শোকর আদায় করি। প্রত্যেককে ধন্যবাদ জানাই।”

তার বক্তব্যের এই অংশটি শিক্ষার্থী ও আয়োজকদের উদ্দেশে কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে উপস্থিত সবার কাছে ইতিবাচকভাবে ধরা পড়ে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে